জয়পুরহাটে বিএনপিকর্মী হত্যা: আ. লীগ নেতা ওয়াজেদ গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : গুলিতে মকবুল নামে এক বিএনপি কর্মী মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জয়পুরহাটের উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদাকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। গতকাল বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জয়পুরহাট সদর থানার একটি হত্যা মামলায় গত ২১ আগস্ট ওয়াজেদ আলী দাদাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই হত্যা মামলা থেকে তাকে রাজধানীর পল্টন থানার মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য গতকাল বুধবার দিন ধার্য করেন। জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশের নেতাকর্মীরা যখন জড়ো হতে থাকেন তখন আসামিরা বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেন। ২০২২ সালের ৭ ডিসেম্বর অজ্ঞাত ৫০০-৬০০ জন আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন। এ সময় বিএনপি কার্যালয়ে থাকা নেতাকর্মীদের লাঠিচার্জ ও গুলি করা হয়। তখন মকবুল আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা করা হয়।