স্থানীয় সংবাদ

খুলনার নাটকের ফেরিওয়ালা মোফাজ্জেল হোসেন আর নেই

বিভিন্ন মহলের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার বাগমারা নিবাসী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও নাটকের ফেরিওয়ালা খ্যাত মোফাজ্জেল হোসেন শনিবার ভোররাতে বাগমারায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। গতকাল তার নামাজে জানাজা শেষে নিরালা কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম মোফাজ্জেল হোসেন ১৯৪০ সালের ১৬ ডিসেম্বর খুলনার বাগমারায় জন্মগ্রহন করেন। তার মৃত্যুতে রূপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহসহ রূপান্তর পরিবার, সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, নাট্য নিকেতনের নাট্য ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম, খুলনা থিয়েটারের নাট্য ব্যাক্তিত্ব ড. নাজমুল আহসান, গোপাল চন্দ্র দাশ, কাজী মফিজুল হক, শিল্পকলা একাডেমী খুলনার কালচারাল অফিসার সুজিত সাহা ও খুলনার নাট্যঙ্গনের এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button