আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ নিহত ৮

প্রবাহ ডেস্ক :: পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণের এক ঘটনায় চার পুলিশ ও দুই নিরাপত্তা কর্মকর্তাসহ অন্তত আটজন নিহত হয়েছেন। গত শনিবার উত্তর ওয়াজিরিস্তান জেলার ইদক এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর এক যৌথ চেকপয়েন্টে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। কর্মকর্তারা জানান, ইদকের আসলাম চেকপয়েন্টে গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছিল, তখন ওই হামলাকারী রিক্সায় করে এসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এক কর্মকর্তা বলেন, “চার পুলিশ সদস্য, দুই নিরাপত্তা কর্মকর্তা এবং দুই বেসামরিক নিহত হয়েছেন।” আহতদের প্রাথমিকভাবে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলেও পরে হেলিকপ্টার যোগে বান্নু জেলার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পাকিস্তানি গণমাধ্যম ডনকে পুলিশ জানায়, বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘেরাও করে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। গত দুই দিন ধরে খাইবার পাখতুনখওয়ার বিভিন্ন এলাকায় একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এসব হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button