আড়ংঘাটায় দুই গ্রুপের সংঘর্ষ আহত ৬ : গ্রেফতার ১

# আহত ৬ জন খুমেক হাসপাতালে ভর্তি #
স্টাফ রিপোর্টারঃ নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে দুই গ্রুপের সংঘর্ষে ৬জন আহত হয়েছে। গুরুতর আহতরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আড়ংঘাটা থানায় মামলা হয়েছে । আহতরা হলো সাজু , নাজিম, বিএম আবু তালহা, মোঃ ফেরদৌস হাসান। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বাজারে কিছু বুঝে ওঠার আগেই দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ তৈরি হয়। এ সময়ে অনেকেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসি জানান পুর্বের শত্রুতার কারনে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী আড়ংঘাটা দক্ষিণপাড়া নিবাসী বাবু শেখ জানান, আমার ছেলেকে কে বা কারা শলুয়া বাজারে আটকে রেখেছে সেই খবর শুনে আমি ও আমার ছোট ভাই ঘটনাস্থলে যাই, সেখানে পৌঁছানোর কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর ৫০/৬০ জন দেশীয় অস্ত্র ও রড, লাঠি সোটা নিয়ে আমাদের উপর হামলা করে। যার কারণে আমরা গুরুতর আহত অবস্থায় দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করি। শলুয়া বাজার থেকে বাইপাস মোড় আসলে আমাদের দেখে সাধারণ লোক গাড়িতে নিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় বাবু শেখ বাদী হয়ে থানা মামলা দায়ের করেছেন। যার নং-৯, তাং ২৭/১০/২৪। মামলার এজাহারভুক্ত আসামি শলুয়া বাজারের দুলাল সরকারের ছেলে ইমন সরকারকে আটক করা হয়েছে। এই ছাড়াও বাকি আসামিদের গ্রেফতারে জন্য অভিযান অব্যাহত রয়েছে।