মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কে এম এস এস এর উদ্যোগে মাদক বিরোধী আলোচনা

খবর বিজ্ঞপ্তি ঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা, কে এম এস এস, খুলনা ও খুলনা জিলা স্কুলের যৌথ উদ্যোগে ২৭ অক্টোবর সকাল ১১টায় খুলনা জিলা স্কুল এর অডিটরিয়ামে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা জেলার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা। প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক মোঃ মতিউর রহমান, নর্দান ইউনিভার্সিটি (এনইউবিটিকে), খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা মোকছেদ আলী, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খুলনা জিলা স্কুল, রোটারিয়ান আফরোজা আক্তার মঞ্জু, নির্বাহী পরিচালক, কে এম এস এস খুলনা, এ্যাডভোকেট শেখ সেলিম আল আজাদ, পি পি, দূর্নীতি দমন কমিশন, খুলনা জজ কোর্ট, খুলনা, এ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, বিশিষ্ট সমাজ সেবক ও সিনিয়র আইনজীবী, খুলনা জজ কোর্ট, খুলনা, শেখ রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক, খুলনা জিলা স্কুল। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ও সঞ্চালনায় ছিলেন মানবতাবাদী এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- মাদক মুক্ত সমাজ গঠন করতে হলে পরিবার থেকে কোমলমতি শিশুদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং মাদকের কুফল সম্পর্কে জন সচেতনতা সৃষ্টি করতে হবে।