স্থানীয় সংবাদ

যশোর-ঝিনাইদহ মহাসড়কে দুই মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

যশোর ব্যুরো ঃ যশোর-ঝিনাইদহ মহাসড়কে দু’টি মোটর সাইকেল সংঘর্ষে ইব্রাহিম হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ২৭ অক্টোবর রোববার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি বাজারের পাশে এদূঘর্টনা ঘটে। নিহত কলেজ ছাত্র সদরের চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামের মফিজুর রহমানের ছেলে। সে কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র । নিহতের চাচা নাজীম উদ্দিন জানান, মটর সাইকেল যোগে ইব্রাহিম হোসেন কলেজ থেকে বাড়ি ফেরার পথে চুড়ামনকাঠি বাজারের আগে দুই মটর সাইকেল পাশাপাশি সংঘর্ষে রাস্তার পাশে সিটকে পড়ে গুরুতর আহত আহত হলে অন্যান্য কলেজ ছাত্ররা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষণা করেন। এসময় ইয়াছিন নামে আরো এক কলেজ ছাত্র আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বারো বাজার হাইওয়ে থানার এস আই আদম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় নিহতের পরিবার মামলা না করলে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button