স্থানীয় সংবাদ

বাগেরহাটে আন্তজার্তিক কন্যাশিশু দিবস পালন

বাগেরহাট প্রতিনিধি ঃ বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাগেরহাটে আন্তজার্তিক কন্যা দিবস পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষ্যে সোমবার দিন ব্যাপী বাগেরহাটের দশানী যদুনাথ কলেজিয়েট স্কুলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন, কবিতা আবৃতি, নাচ, গান প্রতিযোগিতা, কুইজ, পুরস্কার বিতারন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে পালন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেব প্রসাদ পাল। কন্যা শিশুর প্রতি বৈষম্য প্রতিরোধে আইনী পদক্ষেই যথেষ্ট নয়। বেশী প্রয়োজন সামাজিক সচেতনতা। এই নিয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান। ই্য়ুথ সদস্য ফারজানা পায়েলের সভাপতিত্বে কন্যা শিশু দিবসের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার দিপংকর দাস, কালেক্টরেটের এনডিসি তারেক রহমান, জেলা শিক্ষা অফিসার এসএম সায়েদুর রহমান, ব্র্যাকের জেলা প্রতিনিধি এসএম ইদ্রিস আলম জেলা ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button