আগামী ৯ নভেম্বর কৃষক সমাবেশ ও মিছিল সফলের লক্ষ্যে বাংলাদেশ কৃষক সমিতি খুলনা জেলা কমিটির প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি ঃ “গণ-অভ্যুত্থেিনর আকাক্সক্ষায় বৈষম্যহীন সমাজ গড়তে আমূল ভূমি সংস্কার কর” শীর্ষক স্লোগানের আলোকে আগামী ৯ নভেম্বর শনিবার বেলা ৩টায় নগরীর শহীদ হাদিস পার্কে ‘কৃষক সমাবেশ ও মিছিল’ কর্মসূচি সফলের লক্ষ্যে বাংলাদেশ কৃষক সমিতি খুলনা জেলা কমিটির এক প্রস্তুতি সভা জেলার নিজস্ব কার্যালয়ে আজ ২৮ অক্টোবর ’২৪ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয়। খুলনা জেলা কমিটির সভাপতি নিতাই গাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, কৃষকনেতা সুতপা বেদজ্ঞ, অ্যাড. প্রীতিষ ম-ল, শেখ আব্দুল হালিম, আফজাল হোসেন রাজু, মোল্লা ওয়াদুদ মোড়ল প্রমুখ নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় বক্তারা বিভিন্ন উপজেলার কৃষক ও কৃষির সমস্যা ও সমাধানের উপর আলোচনা করেন। সভায় আগামী ৯ নভেম্বর কৃষক সমাবেশ ও মিছিল সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।