জাতীয় সংবাদ

সাবেক কৃষিমন্ত্রীর বাসা থেকে ৩ কোটি টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার জব্দ

প্রবাহ রিপোর্ট : সাবেক কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদের রাজধানীর উত্তরার বাসা থেকে ৩ কোটি টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। জব্দ বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালঙ্কার থানা হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আলী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা হয়। একটি মামলা থানা-পুলিশ তদন্ত করছে। বাকি দুটি মামলা তদন্ত করছে ডিবি পুলিশ। থানার তদন্তাধীন ছাত্র হত্যার মামলায় তাকে উত্তরা ১০ সেক্টরের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। জব্দ টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা। সব মুদ্রা গণনা চলছে। গণনা শেষে পুরো হিসাব জানা যাবে। আবদুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button