খুলনায় শেষ হলো গণতন্ত্র অলিম্পিয়াড

স্টাফ রিপোর্টারঃ সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে বুধবার সকালে খুলনায় চার শতাধিক শিক্ষার্থীদের নিয়ে শেষ হলো গণতন্ত্র অলিম্পিয়াড। ভোটার সচেতনা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, খালিশপুর সরকারি মুহসিন কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আঃ ছালাম, বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক আবুল বাশার, রাশিদা ইসলাম, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সম্পাদক খলিলুর রহমান সুমন প্রমূখ। উপাস্থাপনা ছিলেন হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার। পুথিগত বিদ্যার বাইরে শিক্ষার্থীদের ৫০ মার্কের টিক চিহ্ন পরীক্ষা নেয়া হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মুহসিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভঅগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রিপন মৃধা।