বাগেরহাটে রাতে মামলার আসামীকে পিটিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা সদরের কচুয়া উপজেলার সীমান্তের ফতেপুর বাজারে মঙ্গলবার রাতে পলাশ সেখ (৩৮) নামের একজন মামলার আসামীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত পলাশ সেখ কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের আফজাল সেখের ছেলে। কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মোঃ রিয়াজ কে মারপিট মামলার এজাহার নামীয় আসামী পলাশ সেখ কে মঙ্গলবার রাত ৮ টার দিকে জনৈক শিমুল সেখ মোবাইল ফোনে ফতেপুর বাজারে ডেকে আনে। এখানে পলাশ সেখ ও তার প্রতিপক্ষ আব্দুর রব দের সাথে ব্যাপক বাক- বিতন্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ আব্দুর রব শেখ, মোঃ মাকফুর শেখ, মোঃ কবির শেখ, মোঃ সোবহান মোল্লা, মোঃ সিরাজ সিকদার ও মাহাতাব শিকদারসহ ১০-১৫ জন পলাশ কে এলোপাতাড়ী পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর ফতেপুর বাজারে ফেলে রেখে বীরদর্পে চলে যায়। এ খবর পেয়ে কচুয়া থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পলাশ সেখ কে উদ্ধার করে কচুয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ বিষয়ে কচুয়া থানার নবাগত ওসি মোঃ রাশেদুল আলম জানান, পলাশ সেখের মৃতদেহ ময়না তদন্তের জন্য বুধবার সকালে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন। আর সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।



