স্থানীয় সংবাদ

রূপসায় বোমা ও অস্ত্র গুলিসহ ৪ডাকাত গ্রেফতার

রূপসা প্রতিনিধি : রূপসায় যৌথ অভিযানে বোমা, অস্ত্র-গুলি ও মাদকসহ সক্রিয় ডাকাত চক্রের সদস্য সাব্বির হোসেন (৩৪)সহ তার ৩ জন সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১শ’ পিস ইয়াবা এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্রসহ সক্রিয় ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেঃ মাহবুবুর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর (বুধবার) রাত সোয়া ১২টার দিকে খুলনা জেলার রূপসা উপজেলার ঘুপিয়ার খাল ঘের এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাত চক্র কর্তৃক দখলকৃত ঘেরের পানির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান এবং ঘেরের মাচাঘর তল্লাশি করে ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১শ’ পিস ইয়াবা, ৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৪টি মোবাইল ফোনসহ সক্রিয় ডাকাত চক্রের সদস্য সাব্বির হোসেন (৩৪)সহ তার ৩ জন সহযোগীকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে জোরপূর্বক অন্যের ঘের দখল, ডাকাতি এবং নাশকতামূলক কর্মকা- পরিচালনা করে আসছিল। জব্দকৃত অস্ত্র, হাত বোমা, মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ রূপসা থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button