সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রসহ চার বাড়ির বৈদ্যুতিক সার্ভিস তার চুরি

# দিঘলিয়ায় পাঁচ ঘন্টার লোডশেডিং এর সুযোগ #
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি ঃ দিঘলিয়ায় রাতের বেলা ৫ ঘন্টার লম্বা লোড শেডিংয়ের সুযোগে দুর্বৃত্তরা যেন দাপিয়ে বেড়িয়েছে। চাঁর বাড়ির বৈদ্যুতিক সার্ভিস তার, এক বাড়ির মোবাইলসহ সেনহাটি উপস্বাস্থ্য কেন্দ্রে চুরি সংঘটিত হয়েছে। দিঘলিয়া থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১১টা থেকে ৪টা পর্যন্ত ৫ ঘন্টা এলাকায় বিদ্যুতের লোডশেডিং চলে। সেই সুযোগে এলাকায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা এলাকায় দাপিয়ে বেড়িয়েছে। আগন্তক দুর্বৃত্তরা সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এলাকার নজরুল, শ্যামলসহ ৪ বাড়ি থেকে বৈদ্যুতিক সার্ভিস তার কেটে নিয়ে যায়। এদিকে সেনহাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রোডের আনিসের বাড়ি থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। একই রাতে চোরচক্র বার্ম্মাশেল খেয়াঘাটের পার্শ্ববর্তী একটা দোকানে তালা ভাঙ্গার চেষ্টা করে। এদিকে দুর্বৃত্তরা সেনহাটি উপস্বাস্থ্য কেন্দ্রে ঢুকে লোহার তৈরি মোটর খাঁচা, পানির লাইনের লোহার পাইপ খুলে নিয়ে যায়। চোরেরা উপস্বাস্থ্য কেন্দ্রের দেয়ালের থাক বেয়ে ছাদে উঠে ছাদের ওপর থেকে পানির পাইপসহ লোহার অন্যান্য পাইপ খুলে নেয়। তারা চিলেকোঠার দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সিঁড়ির গোড়ে থাকা মোটর খাঁচা নিয়ে যায়। মোটরটি এর আগে চুরি হয়ে যায়।
উল্লেখ্য দিঘলিয়া উপজেলার সেনহাটি উপস্বাস্থ্য কেন্দ্রটির কোন সীমানা প্রাচীর না থাকায় এলাকার অপরাধী চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে এ স্বাস্থ্য কেন্দ্রের ছাদ। এ উপস্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে রোগাক্রান্ত জরাজীর্ণ দ্বিতল ভবন। এ ভবনে এক সময় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের লোকজন দোতলায় বসবাস করলেও এখন থাকে মূল্যবান ঔষুধসহ উপস্বাস্থ্য কেন্দ্রটি অরক্ষিত। উক্ত উপস্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান বলেন, সকালে এসে দেখতে পাই, স্বাস্থ্য কেন্দ্রে চুরি সংঘটিত হয়েছে। আমি মৌখিকভাবে দিঘলিয়া থানা পুলিশকে জানিয়েছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন