জাতীয় সংবাদ

শেখ পরিবারের একজনকেও কেন গ্রেপ্তার করা হলো না: জয়নুল

প্রবাহ রিপোর্ট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়, তারেক রহমানের সততা নিয়ে কথা বলবে; তাদের বিরুদ্ধে সেখানেই তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এখন পর্যন্ত কেন শেখ পরিবারের একজনকেও গ্রেপ্তার করা হলো না। তাদের দ্রুত আইনের আওতায় আনেন, বিচার করেন। ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি প্রয়াত মসিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির ব্যানারে গতকাল শুক্রবার বিকেলে শহরের শিশু একাডেমি মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। সভায় মসিউর রহমানের স্ত্রী ও জেলা মহিলা দলের উপদেষ্টা মাহাবুবা রহমান, বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মসিউর রহমানের ছেলে ডা. ইব্রাহিম রহমান বাবু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে মসিউর রহমানের আত্মার শান্তি ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জেলার হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে মসিউর রহমানের কবর জিয়ারত করেন জয়নুল আবদিন ফারুক। প্রয়াত মসিউর রহমানের ছেলে ডা. ইব্রাহিম রহমান বাবু বলেন, বর্তমান সময়ে জেলার মানুষ টের পাচ্ছেন মসিউর রহমানের অবদান কতটা ছিল। কতটা প্রয়োজন ছিল ঝিনাইদহের উন্নয়নের এ রূপকারকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button