বিভিন্ন স্থানে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন

প্রবাহ ডেস্ক
“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিভিন্ন স্থানে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা সদরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে ও কপোতাক্ষ কলেজের প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা প্রানী সম্পদ অফিসার(ভারপ্রাপ্ত) হাসান ফেরদৌস কমল, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী, সমবায়ী আছাদুল ইসলাম, রোজিনা খাতুন, মোহছিনা আক্তার প্রমুখ।
ডুমুরিয়া
দিবসটি উপলক্ষে ডুমুরিয়ার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১০টায় জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। এরপর সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র্যালী বের হয় যা উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে সমবায় অফিসার সরদার জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন, সহকারি কর্মকর্তা বিপ্লব কুমার দাস, সমবায়ী রমেশ চন্দ্র মন্ডল, প্রিন্সিপাল গোলাম কুদ্দুস, কৃষ্ণপদ জোর্দ্দার, মুস্তাকিম বিল্লাহ, আব্দুর রব আকুঞ্জি প্রমুখ।
দাকোপ
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতীয় এবং সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সুচনা করেন। এরপর এক বর্ণাঢ্য র্যালী চালনা বাজার প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা ভবনে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাইদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দীপক সরদার, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়। বক্তৃতা করেন সমবায়ী ও সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, গাজী আবুল বাশার, বিপুল কৃষ্ণ মন্ডল, কমলা গাইন, রায়হান শেখ, মৃনাল কান্তি রায় প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ওয়াহেদুজ্জামান, দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূইয়া শিপন, শচীন্দ্রনাথ মন্ডল, চালনা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হজরত সানা, সাংবাদিক জাকির হোসেন, জুবায়ের রহমান লিংকন, জি এম আজম, মোঃ মামুনুর রশিদ, পারুল বেগম, জাহিদুর রহমান সোহাগ, সমবায় দপ্তরের লস্কর সাহাবুর রহমান, রাজিব শেখ, পুরঞ্জন গাইনসহ উপজেলার সকল সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন দিশারী সমবায় সমিতির ম্যানেজার নিখিলেশ বর্মন।
পাইকগাছা
দিবসটি উপলক্ষে পাইকগাছায় শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য র্যালি শেষে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্ব অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পাইকগাছা থানার ওসি তদন্ত তুষার কান্তি দাস, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফ এম এ রাজ্জাক। পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, সোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজ্জামান, সম্পাদক ইলিয়াস হোসেন, প্রানকৃষ্ণ দাস,দ্বিজেন্দ্র নাথ মন্ডল, পঞ্চানন সানা, বাবুরাম মন্ডল, বিদ্যুৎ মন্ডল, মিল্টন কুমার মন্ডল, ইব্রাহীম হোসেন প্রমুখ।
ফুলতলা
দিবসটি উদযাপন উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র্যালি উত্তর আলোচনা সভা শনিবার বেলা ১১টায় উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা ফারহানা পারভীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সহকারী সমবায় কর্মকর্তা পাপিয়া, সমবায়ী মোঃ মাহবুব আলম মিঠু, মাহফুজুর রহমান, মোঃ জালাল, মোঃ এনায়েত, মঞ্জুরুল আলম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় সমবায়ের মাধ্যমে সকলে মিলে একসাথে উন্নয়নের ব্রত নিয়ে কাজ করার আহবান জানান।
বটিয়াঘাটা
দিবসটি উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০টায় জাতীয় পতাকা ও সমবায়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পালিত হয়েছে । উপজেলা সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা’র সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সমবায়ী অবঃপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার নিখিল চন্দ্র রায়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা প্রেসক্লাবের সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সমবায়ী যথাক্রমে মোঃ মিজানুর রহমান সরদার, মোঃ রবিউল ইসলাম আঁকঞ্জী, মোঃ নজরুল ইসলাম বাচ্চু, মোঃ রবি, দীপংকর রায়, মোঃ খায়রুল ইসলাম, মোঃ নূরুল ইসলাম, মোঃ রবিউল শেখ, সুমন রায়, পল্লব মন্ডল, শিউলি বাছাড়, মল্লিকা ঢাকইদার সহ বটিয়াঘাটা ১৩৫টি প্রাথমিক পর্যায়ের সমবায় সমিতি লিঃ এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানের পর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।
তেরখাদা
দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও সমবায় কর্মকর্তা মুনজুরুল আলমের সভাপতিতেত্ব উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা। এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শাপলা সমবায় সিিমতির প্রতিষ্ঠাতা সভাপতি কামালল হোসেন।
সাতক্ষীরা
দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, র্যালি, ঋণের চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার এফ.এম সেলিম আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার করিমুল হক, সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি আব্দুর রব ওয়ার্ছী প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বন্ধন সমবায় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক আলমগীর হোসেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক মুর্শিদ আলম, জাফর ইকবাল, ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট সমবায় সমিতির সভাপতি লুৎফর রহমান মন্টু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি মোখলেসুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে খুদ্র ঋণের চেক বিতরণ ও সমবায়ে বিশেষ অবদানের জন্য একজন সমবায়ী ও ১১ জন সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এবং ৬ জন দুগ্ধ খামারির মাঝে ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক রাম প্রসাদ ঢালী।
অভয়নগর
দিবসটি উপলক্ষে যশোরের অভয়নগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ উবায়দুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাশ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা আহসান কবির, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি খায়রুল বাসার,নওয়াপাড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, সদস্য গাজী আবুল হোসেন, রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা,সমবায়ী তৈয়ব গাজী, সমরেন্দ্র নারায়নসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
তালা
দিবসটি উপলক্ষে সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ-শহরের প্রধান প্রধান সড়কে র্যালি শেষে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে দিবসটি পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষ বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ, পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাইনুদ্দীন। অন্যান্যের মধ্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন ও আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ স্বপন মিত্র, তালা থানার এসআই মো. আব্দুল হালিম, সাংবাদিক আশরাফ আলী, সমবায়ীদের মধ্যে এ্যাডঃ রবিউল ইসলাম, শেখ রহমত আলী এবং মুশফেকুজ্জামান ইমন সহ সমবায়ী, সাংবাদিক ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে কর্মসূচীর সুচনা করা হয়।



