রাতভর ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৫২
প্রবাহ ডেস্ক : ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে লেবাননের উত্তরপূর্বাঞ্চলীয় শহর বালবেক এবং তার সংলগ্ন গ্রামগুলোতে ৫২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৭২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। এই হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার কোন সতর্কতা জারি করেনি। মন্ত্রণালয় জানিয়েছে, ‘বালবেক-হারমেল অঞ্চলে আজকের ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছে।’ এদের মধ্যে ১২ জন আমহাজ গ্রামে নিহত হয়েছে। এতে বলা হয়েছে, ইউনিনে নয়জন এবং বেদনায়েলে আটজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহ ও আইডিএফের গত এক বছরের সংঘাতে দেশটিতে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৯০০ জন এবং আহত হয়েছেন ১৩ হাজার ১৫০ জন। এ ছাড়া গত সেপ্টেম্বরের শেষ থেকে ইসরায়েলের বিমান বাহিনীর অভিযান শুরুর পর লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখ-ে অতর্কিত হামলা চালানোর পর সেখানে অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তারা অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে প্রায় প্রতিদিন রকেট ও ক্ষেপণাস্ত্র ছোঁড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলার জবাব দিতে থাকে ইসরায়েলও। প্রায় এক বছর এই অবস্থা চলার পর গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সূত্র: এপি