খুলনা বিভাগে ৬ জেলায় একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ৮১ : খুমেক হাসপাতালে মৃত্যু ১

# এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ছাড়াল ৫৬২২ জন, মৃত্যু -১৯
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে একদিনে নতুন করে ৬ জেলায় ও দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮১ জন। এ সময়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫৬২২ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) খুলনা বিভাগে ৬ জেলায় ও দুই সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ৮১ জন। এ সময়ে খুমেক হাসপাতালে একজন ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে। গত একদিনে খুলনায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৫ জন। এছাড়া সাতক্ষীরায় ৭ জন, মাগুরায় ১ জন, নড়াইলে ১১ জন, কুষ্টিয়ায় ১৯ জন ও মেহেরপুরে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫ হাজার ৬২২ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১২ জনের । এছাড়া খুলনায় ১ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৬৫১ জন, বাগেরহাটে ৬৮ জন, সাতক্ষীরায় ১৩৫ জন, যশোরে ৮০৭ জন, ঝিনাইদহ ৩৫২ জন, মাগুরায় ১৯০ জন, নড়াইলে ৪৬০ জন, কুষ্টিয়ায় ৫৯৭ জন. চুয়াড্ঙ্গাায় ১০২ জন, মেহেরপুরে ৪৮০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩১৫ জন। রেফার্ড করা হয়েছে ৭৫ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো: সাইফুর রহমান (৩৮) নামে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সে খুলনা দিঘলিয়া উপজেলার চন্দ্রনী মহল এলাকার বাসিন্দা আবিদা সুলতানের ছেলে। গত ১লা নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই দিন দুপুরে সে মারা যায়। ওই আরএমও বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৯ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ৩ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৯৯ জন। চলতি বছরে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৮০ জন রোগী ভর্তি হন। এসময়ে মোট মৃত্যু হয় ১২ জনের।
এদিকে নগরীতে বেসরকারি হাসপাতাল গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ২০ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১২০ জন। আদ-দি¦ন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে সূত্র মতে, গত একদিনে এই হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৫ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১৬ জন। এছাড়া বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র মতে, গত একদিনে এ্ই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১০ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৮ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে ৩১২ জনকে। এর মধ্যে গত ৩০ সেপ্টেম্বর মাসে একজন ডেঙ্গু রোগী মৃত্যু হয়।