স্থানীয় সংবাদ

খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতায় গণিত ডিসিপ্লিন চ্যাম্পিয়ন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগ আয়োজিত আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতা-২০২৪ এ গণিত ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২ নভেম্বর (শনিবার) বিকেলে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের ৩য় তলাস্থ অডিটরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনকে পরাজিত করে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এসময় তিনি বলেন, শিক্ষা-গবেষণার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট, ফুটবলসহ দাবা প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। এখান থেকে আগামীতে আরও বেশি দাবাড়– খুঁজে বের করতে ডিসিপ্লিন (বিভাগ) ও স্কুল (অনুষদ) পর্যায়ে দাবা প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে বিনোদনের পাশাপাশি নিজেদের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা যায়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সেরা দাবাড়– উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে এ প্রতিযোগিতা সম্পন্ন করায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগ এবং সার্বিক সহযোগিতা করায় বাংলাদেশ দাবা ফেডারেশন ও খুলনা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সংশ্লিষ্ট বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও অংশগ্রহণকারী দলের সদস্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় ২৪টি ডিসিপ্লিনের মোট ১২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। খেলা পরিচালনায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের জাতীয় দাবা বিচারক কাজী আব্দুল্লাহ শাকিল। ফাইনাল খেলা প্রথম বোর্ড সেরা হন এইচআরএম ডিসিপ্লিনের মুহতাসিম মাহমুদ, দ্বিতীয় বোর্ড সেরা হন গণিত ডিসিপ্লিনের রাতুল মন্ডল, তৃতীয় বোর্ড সেরা হন এইচআরএম ডিসিপ্লিনের গালিব সাফাতুল এবং চতুর্থ বোর্ড সেরা হন গণিত ডিসিপ্লিনের কাজী অর্ণব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button