রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান মৌসুমী
প্রবাহ বিনোদন: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন ছিলো গতকাল রোববার। ১৯৭৩ সালের এদিনে খুলনায় জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। আর সিনেমায় তার অভিষেক ঘটে ২০ বছর বয়সে। প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়েই দর্শকদের মন জয় করে নেন মৌসুমী। প্রথম সিনেমাতে তার নায়ক ছিলেন সালমান শাহ। এর মধ্যদিয়ে শোবিজে আত্মপ্রকাশ ঘটে সালমান শাহ’রও। জন্মদিনে ভক্ত ও দর্শকদের শুভেচ্ছায় ভাসছেন মৌসুমী। তাকে ঘিরে ফেসবুকে নানা পোস্ট করছেন শুভাকাক্সক্ষীরা। বর্তমানে নায়িকা আছেন যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন ধরেই দেশটিতে অবস্থান করছেন তিনি। আর মৌসুমীর স্বামী ওমর সানী বিশেষ এদিনটি ঘরোয়া আয়োজনে পালন করেছেন বলে জানা গেছে। এদিকে, মৌসুমীর এক ভক্ত গেল ১৬ বছর ধরে মানিকগঞ্জের উথলী গ্রামের নিজ বাড়িতে নায়িকার জন্মদিন পালন করে আসছেন। গতকাল রোববার সন্ধ্যায় সেখানে উপস্থিত ছিলেন সানী। অন্যদিকে, মৌসুমীর জন্মদিনে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমও শুভেচ্ছা জানিয়ে সংবাদ প্রকাশ করেছে। প্রকাশ হচ্ছে মৌসুমীর পুরোনো সাক্ষাৎকারও। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা বলেছিলেন, ‘দেশের একমাত্র নায়িকা যার বয়স সবাই জানে, সেটা হলো মৌসুমী। শুনি যে বাকি নায়িকাদের বয়স জানতে অনেকের ঘাম ছুটে যায়। বিষয়টি এমন, সবাই যেন কিশোরী। বয়স আমি গণনার মধ্যে রাখি না। তাহলে মনে হবে, আমার আর প্রয়োজন নেই- মারা যাব। আমার কাছে বয়স শুধুই একটা সংখ্যা। যতক্ষণ দায়িত্বজ্ঞান আছে, কাজ করে যাব। ভেতরকার চঞ্চলতা একই রকম থাকবে। মনের বয়স বাড়তে না দিলেই হয়।’ সেই সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছিলেন তার আগামী দিনের পরিকল্পনার কথাও। তার ভাষ্য, ‘সবচেয়ে বেশি প্রাধান্য দিই সামাজিক কাজকে। এটাতে আনন্দ পাই। পাশাপাশি রাজনীতি করতে চাই। আর ব্যবসা-বাণিজ্য তো জীবনেরই অংশ।’ রাজনীতিতে আরও সক্রিয় হতে চান? এমন প্রশ্নের উত্তরে মৌসুমী বলেছিলেন, ‘ধীরে ধীরে সক্রিয় হতে চাই। সবার সঙ্গে চলব, ফিরব ও শিখব। একটা সময় দায়িত্ব নেওয়ার মতো অবস্থা যখন হবে, তখন হয়তো আরও সামনের দিকে পা বাড়াব। তবে এখনই সেসব চিন্তা নয়।’ তিনি জানান, রাজনীতিতে যারা জ্যেষ্ঠ ও সক্রিয়, তাদের কথা ভিন্ন। কিন্তু তুলনায় যারা নতুন, তাদের সঙ্গে তুলনা করলে অভিনয় তাকে অনেক প্লাস পয়েন্ট দেয়। তিনি বলেন, ‘সে জন্য আমার ইচ্ছে রাজনীতিতে আরও সক্রিয় হওয়া। তবে এটা কিন্তু সত্যি, কিছু পেতে হবে, এই চিন্তা আমার নেই। মানুষের জন্য কিছু করতে পারলেই আমার ভালো লাগবে।’