জাতীয় সংবাদ

সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন : ৩ দফা দাবি নিয়ে আলাপ

প্রবাহ রিপোর্ট : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে টেলিফোন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান। ‘৩ দফা দাবি আপডেট’ শিরোনামে দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেন, আপনারা সবাই শুনে আনন্দিত হবেন আজ (গতকাল সোমবার) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। সোহেল তাজ আরও লিখেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদ ও জাতীয় চার নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আমাকে আশ্বস্ত করেন তিনি পদক্ষেপ নেবেন যাতে নতুন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে। এর আগে গত রোববার ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন সোহেল তাজ। ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সব সংগঠকের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা ও জেলহত্যা দিবসকে জাতীয় দিবস হিসেবে পালনের দাবি জানিয়েছেন সোহেল তাজ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button