খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে বাংলাদেশের প্রস্তুতি শুরু

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সকে পিছনে ফেলে সতীর্থদের ‘বর্তমানে’ থাকার জন্য অনুরোধ করেছেন তাওহীদ হৃদয়। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শেষ করতে ৬, ৯ এবং ১১ নভেম্বর সংযুক্ত আরব-আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের পর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও তিনটি ওয়ানডে খেলবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু। দেশ ছাড়ার আগে তাওহীদ হৃদয় বলেন,‘মানুষের প্রত্যাশা বেশি থাকবে এটাই স্বাভাবিক। আমিও চেষ্টা করছি ভালো করার। দোয়া করবেন সবাই যেন দলের জন্য এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি। আশা করি ইনশাআল্লাহ ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই আমরা এই ফরম্যাটে আমরা ভালো খেলে থাকি। আশা করছি ভালোভাবে শুরু করতে চাই। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী করতে পারলে ভালো কিছু হবে ইনশাল্লাহ।’ বাংলাদেশ আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলার জন্য প্রায় ৫০ দিনের সফরে যাচ্ছে। যেখানে তারা ওয়ানডে সহ দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে। সম্প্রতি ভারতের কাছে সিরিজ পরাজয়ের পর (দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টিতে) ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত অভিজ্ঞতা অর্জন করে। অন্য ফরম্যাটের ব্যর্থতা ও অতীত নিয়ে না ভেবে সামনে এগোতে চান হৃদয়, সতীর্থদেরও দিয়েছেন টোটকা, ‘প্রতিটা প্লেয়ার এখানে পেশাদার। অতীত নিয়ে বেশি ভাবার কিছু নেই। ম্যাচ বাই ম্যাচ আগানোই ভালো। হতে পারে এক ম্যাচ বা টুর্নামেন্ট। আগে কী হয়েছে এগুলা নিয়ে চিন্তা করার সময় নেই। আমি মনে করি যেহেতু সামনের দিনটা আমরা কীভাবে শুরু করব সেটা গুরুত্বপূর্ণ।’ দলের প্রয়োজনের উপর নির্ভর করে ব্যাটিং অর্ডারে যেকোনো জায়গায় খেলার ইচ্ছাও প্রকাশ করে হৃদয় বলেন, ‘হতে পারে। যেহেতু ২ জন নাই সেক্ষেত্রে ব্যাটিং অর্ডার অবশ্যই চেঞ্জ হতে পারে। যেদিন খেলা সেদিন বুঝতে পারব কী হচ্ছে। ব্যাটিং অর্ডার নিয়ে আমি কিছু বলতে চাই না। এটা আসলে দলের চাহিদা, ভালোর জন্য দল থেকে সিদ্ধান্ত হবে। পরিস্থিতির দাবি মেনে একটা ভিত্তি করে ব্যাটিং অর্ডারটা যায় আরকি।’

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button