স্থানীয় সংবাদ

জাগরণ মঞ্চের সমন্বয়কদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে ডিসির নিকট স্মারকলিপি

খবর বিজ্ঞপ্তি ঃ সনাতন ধর্মাবলম্বীদের ৮ দফা বাস্তবায়ন ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ সনাতন জাগরণ মঞ্চের সাধুসন্ত ও সমন্বয়কদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজ ০৪ নভেম্বর ’২৪ বেলা ১২টায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর বরাবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ, খুলনার উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দ জী, মৃণাল কান্তি বিশ্বাস, শংকর কুমার বালা, সুব্রত ম-ল শুভ, দিংপকর সাহা বাবু, শঙ্কর বালা মহুরী, সত্যজিৎ ম-ল, চারু চন্দ্র ঢালী, অনুপ গোলদার, দিপংকর ম-ল লিটন, ধীরাজ ম-ল, লব মল্লিক, ভুজঙ্গ রায় সুমন, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, মনিশংকর নাগ, খোকন বিশ্বাস, অজয় নন্দী, মাখন চক্রবর্ত্তী, দয়াল কৃষ্ণ সানা, দিংপকর তালুকদার, অ্যাড. পলাশী মজুমদার, সাংবাদিক দিলীপ ব্রহ্ম, নূপুর দাস, প্রশান্ত রায়, ডলার, সজল দাস, চয়ন রায়, সত্যজিৎ শীল, শেখর বিশ্বাস, দিপন সাহা, মধু সাহা, অনুপ সেন, পল্লভ দাস, সমীর রায়, অধ্যাপক সুকুমার ম-ল, সাংবাদিক প্রদীপ বিশ্বাস, সুজন বৈদ্য, সমীরণ ম-ল, গৌরাঙ্গ সাহা, তুহিন বিশ্বাস, স্বপন বালা, তুহিন কান্তি দাস, রাজীব অধিকারী, প্রভাস ঘোষ, অসিত ম-ল, দেবু হালদার, রণধীর, সৌরভ ঘোষ, লিটন বালা, অজামিল ঢালী, আনন্দ ঢালী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button