জাতীয় ভূমিদস্যু মোশারফ হোসেন মোল্লার বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়– মিছিল
# পিতার মৃত্যুর ৫ বছর পরে পুত্রের জন্ম #
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের ভূমিদস্যু মোশারফ হোসেন মোল্লার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন জালিয়াতী করায় মানববন্ধন ও ঝাড়– মিছিল করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সেই সাথে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্বারকলিপি ও প্রদান করেছেন। সোমবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে মোঃ সেলিম হোসেন জানান, ২০১৬ সালে আড়–য়াবর্নী গ্রামের মৃত নওয়াব আলী মোল্লার পুত্র মোশারফ হোসেন মোল্লা ফনিভূষন ওরফে মনি মন্ডল এর নামে জালিয়াতি করে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন তৈরি করেছেন। জাতীয় পরিচয়পত্রটির ঠিকানা সাবেক বাগেরহাট পৌরসভার সোনাতলা গ্রাম দেখানো হয়। গত ০৮/০৬/২০২১ তারিখের ০৩ নং ওয়ার্ড পৌর কাউন্সিলন (সাবেক) খান আবু বক্কর এর দেওয়া প্রত্যয়পত্রে দেখা যায় ফনিভূষন ওরফে মনি মন্ডল, পিতা- মৃত রবিন্দ্রনাথ মন্ডল, মাতা- মৃত হিমান দিনির নামে ঐ পৌরসভায় কেহই বসবাস করেনা। জাতীয় পরিচয়পত্র ফর্ম নম্বর- ৪১০১০৮৫৪। উক্ত ফর্মটিতে উল্লেখ করা হয়েছে ফনিভূষন ওরফে মনি মন্ডল, পিতা- মৃত সশোধর মন্ডল, মাতার নাম- মৃত হেমান দিনি। পিতার মৃত্যুর সাল দেখানো হয়েছে ১৯৪৪ সাল আর পুত্র ফনিভূষনের জন্মতারিখ দেখানো হয়েছে ১৯৪৮ সাল। ইহাতে বোঝা যায় পিতার মৃত্যুর ৫ বছর পর পুত্র ফনিভূষন ওরফে মনি মন্ডল এর জন্ম হয়েছে। উক্ত ফর্মটিতে মোশারফ হোসেন মোল্লার নিজের মোবাইল নাম্বার ০১৭৫১৭৫২৬১১ ব্যবহার করা হয়েছে। জালিয়াতকারী মোশারফ হোসেন মোল্লা হিজলা ইউনিয়নের শিবপুর কাটাখালী গ্রামের সুশেন মন্ডল নামের এক কৃষকের নাম সহি জাল করে ফর্মটিতে নিজে লিখেছেন ও সুশেন মন্ডলের জাতীয় পরিচয়পত্র নম্বরটিও ওখানে ব্যবহার করেছেন। সুশেন মন্ডল জানিয়েছেন তিনি ওই সময় চিকিৎসার জন্য পার্সপোর্ট করে ভারতে গিয়েছিলেন। মোশারফ হোসেন মোল্লা ওই সকল জাল জালিয়াতী করে কয়েকটি দলিল তৈরি করে গোলাম মোস্তফা লেন্টু সরদার ও মোঃ হান্নান মুন্সী নামে দুই ব্যক্তির বসতবাড়ী জোরপূর্বক দখল করে প্রায় এককোটি টাকা হাতিয়ে নিয়েছে। মানববন্ধনে অংশগ্রহনকারী ভুক্তভোগী সদস্যদের মধ্যে গোলাম মোস্তফা লেন্টু সরদার জানান এ জালিয়াতকারী মোশারফ মোল্লাকে আইনের আওতায় এনে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। ভুক্তভোগী লুৎফার রহমান জানান জালিয়াতকারী মোশারফ মোল্লা প্রতিনিয়ত কিছু অপরিচিত লোক এনে তার বাড়ী থেকে নেমে যাবার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে। ভুক্তভোগী মুন্সী দেলোয়ার হোসেন জানান জালিয়াতকারী মোশারফ মোল্লা একটি সংঘবদ্ব দল নিয়ে এই জাল জালিয়াতী করে অনেকের জমি দখল করেছেন এবং আমার জমিও দখল করার পায়তারা করছে। ভুক্তভোগী মৃত তারকচন্দ্র নাথের কন্যা মাধবিলতা জানিয়েছেন তারা সার্বক্ষনিক ভাবে জালিয়াতকারীর আতংকে থাকেন। অপরিচিত একটি গ্রুপ রাতের আধারে তাদের বাড়ির আশ-পাশ থেকে ঘোরাঘুরি করেন। তার বসত ভিটাটি কখন জেনো বিক্রি হয়ে যায়। তারা জালিয়াত চক্রের মূল হোতা মোশারফ মোল্লার দৃষ্টান্তমূলক ও গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছে।