স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১৩৯ : খুলনায় একজনের মৃত্যু

# এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ছাড়াল ৬২২১ জন ঃ মৃত্যু ২০ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ৯ জেলায় ও দুটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলে একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৩৯ জন। এ সময়ে খুলনায় একজন ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬২২১ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগে ৯ জেলায় ও দুটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১৩৯ জন। এ সময়ে খুলনায় একজনের মৃত্যু হয়। এছাড়া একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে খুলনায় ৪২ জন। এছাড়ায় বাগেরহাটে ৩ জন, সাতক্ষীরায় ৬ জন, যশোরে ২২ জন, ঝিনাইদহে ১৬ জন, মাগুরায় ৫ জন, নড়াইলে ৭ জন, কুষ্টিয়ায় ১৮ জন ও মেহেরপুরে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছাড়াল ৬ হাজার ২২১ জন এবং মোট মৃত্যু হয়েছে ২০ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১২ জনের । এছাড়া খুলনায় ২ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৮২৮ জন, বাগেরহাটে ৮৩ জন, সাতক্ষীরায় ১৪৮ জন, যশোরে ৯১৫ জন, ঝিনাইদহ ৪০৩ জন, মাগুরায় ২০৭ জন, নড়াইলে ৪৮৯ জন, কুষ্টিয়ায় ৬৬৮ জন. চুয়াড্ঙ্গাায় ১২২ জন, মেহেরপুরে ৪৯৯ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৩ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪১৪ জন। রেফার্ড করা হয়েছে ৮৮ জনকে। খুলনা সিভিল সার্জন অফিস সূত্র মতে, গত একদিনে খুলনায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪২ জন। এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম আবুল কালাম (৫৩) তার বাড়ি বাগেরহাট জেলার ষাটগম্বুজ এলাকায়। এ পর্যন্ত খুলনায় সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৮২৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৭৪ জন। এ পর্যন্ত রেফার্ড করা হয় ৫০ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৬ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ১৩ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১২৬ জন। চলতি বছরে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন ৭৪৭ জন রোগী । এসময়ে মোট মৃত্যু হয় ১২ জনের।
নগরীতে বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সূত্র মতে, গত একদিনে এই হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১৪ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রদান করা হয় ১৩১ জনকে। এর মধ্যে গত ২৯ অক্টোবর একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এদিকে আদ-দ্বিন মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৭ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে ১৭৪ জনকে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button