জাতীয় সংবাদ

ওয়াশিংটনের নির্বাচনে আমাদের কিচ্ছু যায়-আসে না : মাহমুদুর রহমান

প্রবাহ রিপোর্ট : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ট্রাম্প এলে আমাদের বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে বা কথিত ফ্যাসিবাদ আবার চলে আসবে এটা বিশ্বাস করি না। ওয়াশিংটনের নির্বাচনে আমাদের কিচ্ছু যায়-আসে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে লেখক সাহাদত হোসেন খানের ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, ট্রাম্পের বিজয়ের পর অনেকে বলছেন আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় চলে আসবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হলো, এই বিপ্লবে বিদেশি কোনো সমর্থন ছিল না। এই বিপ্লব সম্পূর্ণভাবেই আমাদের বিপ্লব। কাজেই ওয়াশিংটনে ট্রাম্প না বাইডেন না কমলা হ্যারিস এলো, তাতে কিছু যায়-আসে না। ওয়াশিংটনের সমর্থনে আমরা বিপ্লব করিনি। তিনি বলেন, আমরা আমাদের ছাত্র-জনতার শক্তিতে বিপ্লব করেছি, কোনো বিদেশি শক্তিতে করিনি। ছাত্র-জনতা জীবন দিয়েছে শক্তিশালী আত্মনির্ভর জাঁতি গড়ে তোলার জন্য। যে জাঁতি ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবে না। তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশ প্রকৃতপক্ষে ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়েছে। আর সেখান থেকে আমাদের দ্বিতীয়বার মুক্তি দিয়েছে আমাদের তরুণ সমাজ। আমরা শুধু ছাত্রদের কথা বলি, কিন্তু এটা বলতে গিয়ে আমরা যেন সাধারণ জনগণের কথা ভুলে না যাই, শ্রমিকদের কথা ভুলে না যাই। জাতীয় সংহতি দিবস স্মরণ করে তিনি বলেন, ১৯৭৫ এর ৭ নভেম্বর আমরা সিপাহী-জনতার বিপ্লব দেখেছি। যে অসাধারণ বিপ্লবের মাধ্যমে ভারতের ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছিল। সেই অভ্যুত্থানের মাধ্যমে সব বাংলাদেশি প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ পায়। দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক সেনাপ্রধান (অব) লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button