জাতীয় সংবাদ

ট্রাম্পকে তারেক রহমানের অভিনন্দন

প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।তারেক রহমান লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন। আমরা আমাদের দুই জাতির মধ্যে আরও সুদৃঢ় সম্পর্ক এবং সহযোগিতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন লিখেছেন, এই বিজয় যুক্তরাষ্ট্রের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন।তিনি আরও লিখেছেন, বাংলাদেশের জনগণও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজেদের একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার অপেক্ষায় রয়েছে। যা গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের অভিন্ন প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করবে।মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বেসরকারি ফলাফলে ২৭০ ইলেক্টোরাল ভোট পাওয়ার পর ট্রাম্পকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। এর আগে ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে তিনি প্রথম মেয়াদে হোয়াইট হাউজের দায়িত্ব নিয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button