মাদক বিক্রেতা ইউসুফসহ তিন পুত্রের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
স্টাফ রিপোর্টার ঃ মাদক বিক্রেতা ইউসুফ ও তার তিন পুত্রের শাস্তির দাবিতে খালিশপুর গোয়ালখালী গ্রামবাসীর উদ্যোগে ৮ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় খালিশপুর গোয়ালখালী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় এলাকাবাসীরা তাদের বক্তব্যে বলেন, মাদক ব্যবসায়ী ইউসুফ আলী তার তিন পুত্র ইসমাইল, ইসরাইল ও ইস্রাফিল এলাকায় দীর্ঘদিন যাবৎ গাজা, ইয়াবা ও ফেনসিডিল ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে এলাকার উঠতি বয়সী এবং স্কুল-কলেজ পড়ুয়া ছেলেরা দিন দিন মাদকাসক্ত হচ্ছে এবং মাদকের দিকে ঝুঁকে পড়ছে।
এ কাজে বাধা প্রদান করলে তারা বিভিন্ন উপায়ে এলাকাবাসীদের মিথ্যা মামলা সহ বিভিন্ন ভয় ভীতি দিয়ে হয়রানি করে আসছে চিহ্নিত এই ইউসুফ আলী ও তার তিনপুত্র। ইউসুফ আলীসহ তার পুত্রদের নামে বিভিন্ন থানায় মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। মানববন্ধনে এলাকাবাসী তাদের সন্তানদের মাদকের ছোবল থেকে বাঁচার জন্য জরুরী ভাবে ইউসুফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত এলাকা গড়তে প্রশাসনের কাছে সহায়তা চান। এতে সভাপতিত্ব করেন এ্যাড. মো: আলী বাবু। মানববন্ধন পরিচালনা করেন খন্দকার শাহাবুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন শেখ জিহাদ ইকবাল, শেখ জামিনুর রহমান, এস এম আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, মো: খায়রুল আলম, শেখ মারুফুল ইসলাম, ফারুকে আজিম, মো: আবুল কালাম, শেখ সেলিম, আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম, মাহফিল ইসলাম, তরিকুল ইসলাম, কামাল পারভেজ, মো: বাবলু, চৌধুরী ফয়সাল, মো: রবি, সোহেল হাওলাদার এছাড়া আরো অনেক।