যশোর বেনাপোল বন্দরে এক ভারতীয় ট্রাক চালকের মৃত্যু
যশোর ব্যুরো ঃ বেনাপোল বন্দরে ভারত থেকে পণ্য নিয়ে আসা এক ভারতীয় ট্রাক চালকের এর মৃত্যু হয়েছে।
ওই ট্রাক চালক তুলার চালান নিয়ে বৃহস্পতিবার ৭ নভেম্বর ভারত থেকে বেনাপোল বন্দরে আসেন। বেনাপোল বন্দরের ২৫ নম্বর টিটিআই এসিড মাঠে ট্রাক নিয়ে অবস্থান করছিলেন। শুক্রবার ৮ নভেম্বর সকালে অসুস্থ্য হওয়ার পর শুন্য রেখায় তিনি মারা যান বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া। দিনেশ চান যাদব (৫২) নামের ওই ট্রাক চালক ভারতের আহমেদ নগর (উত্তর প্রদেশ)এর ভাসমাম কমিশিরপুর, জালালপুর এলাকার বাসিন্দা। বেনাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন,বেনাপোল বন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসার পর ভারতীয় ট্রাক চালক শুক্রবার সকালে অসুস্থ্য হয়ে পড়ে। খবর পেয়ে আমরা দ্রুত বেনাপোল বন্দরের পরিচালকের মাধ্যমে পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলের সাইনি ও পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে জানায় ‘তাকে দ্রুত ভারতে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য। এ সময় তাকে নিয়ে আমরা বেনাপোল পেট্রাপোল শুন্যরেখায় অবস্থান করি। কিন্তু পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ সময়মত সাড়া না দেওয়ার শুন্যরেখায় তার মৃত্যু হয়। বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন,ভারতীয় ট্রাক চালকের লাশ বেনাপোল-পেট্রাপোল শুন্যরেখা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে লাশ ভারতে হস্তান্তর করা হবে।