নগরীর ফেরিঘাটে দখলদারদের হাতে যুবক নির্যাতিত
স্টাফ রিপোর্টারঃ ফুটপাত ও সড়ক দখল করে জিলাপী বিক্রির প্রতিবাদ করায় মোঃ শামীম (৩০)নামের এক যুবক দখলদারদের হাতে নির্যাতিত হয়েছেন। গত ৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ফেরিঘাট মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দেবেন বাবু রোডের ফেরিঘাটের বাসিন্দা রাজা ও রাজু খুবই হিং¯্র প্রকৃতির ও আইন অমান্যকারী। আহত শামীমের ফেরিঘাটে নাজিম স্টোর নামে একটি মুদি দোকান রয়েছে। ওই দোকানের পাশে ৭/৮টি চুলা ও সিলিন্ডার রেখে রাস্তা দখল করে লোকজনের চলাচলের পথ বন্ধ করে দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করে। খুবই ঝুকিপূর্ন অবস্থায় তারা ব্যবসা করছে। বাদী তার প্রতিবাদ করায় সড়ত দখলদাররা তাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে গত ৭ নভেম্বর সন্ধ্যায় ফেরিঘাট মোড়ে দোকান নাজিম স্টোরের সামনে দখলদাররা ৮/১০ মিলে বাদীকে মারধর করে। অকথ্যভাষায় গালিমন্দ করে। বাদীর দোকানের মালামাল তছনছ করে বাইরে ফেলে দেয়। দুর্বৃত্তরা বাদীকে প্রাণের মেরে ফেলার হুমকি দেয়। এ সময় এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভিকটিম সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। বর্তমানে ভিকটিম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এছাড়া বাদীর দোকান নাজিম স্টোর ঘটনার পর থেকে বন্ধ রয়েছে। তবে বিবাদী রাজা বলেন, এসি রাখাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়েছে।