স্থানীয় সংবাদ

যশোরে সরকারী দপ্তরের কর্মকর্তাদের যানবাহন এখন পরিবারিক কাজে বেশী ব্যবহার হচ্ছে

# জ¦ালানী তেলের অপচয় হচ্ছে অহরহ #

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ অর্ন্তবর্তীকালীন সরকার আসার পর থেকে যশোর জেলায় যে সব সরকারী অফিস গুলোতে কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করছেন। তারা ইচ্ছা মাফিক দায়িত্ব পালনের পাশাপাশি সরকারী কাজে ব্যবহৃত তাদের জন্য বরাদ্ধকৃত যানবাহন পারিবারিক কাজে বেশী ব্যবহার করছে। যার ফলে গত ৫ আগষ্টের পর থেকে সরকারী অফিসগুলোতে থাকা যানবাহনে যে পরিমান জ¦ালানী তেল ব্যবহার করা হয়েছে তা অন্যান্য সময়ের রেকর্ড ভেঙ্গে ফেলেছে। সরকারি অফিসগুলোতে ব্যবহৃত যানবাহনে জ¦ালানী বিল পর্যালোচনা করলে বেরিয়ে আসবে কি পরিমান অর্থ ব্যয় হয়েছে জ¦ালানী খাতে। এ তথ্য নির্ভরযোগ্য সূত্রের।
খোঁজ নিয়ে জানাগেছে,যশোর জেলা শহর ও উপজেলা পর্যায়ে যে সব সরকারী অফিস রয়েছে। সেই অফিস গুলোতে যে সব কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনের স্বার্থে যানবাহন ব্যবহার করেন। তারা সরকারী কাজের চেয়ে বেশী সময় তাদের জন্য বরাদ্ধকৃত যানবাহন তাদের পরিবারের সদস্যদের জন্য ব্যয় করেছেন। সরকারী নিয়মকে তোয়াক্কা না করে কিছু কিছু অফিসের কর্মকর্তারা তাদের জন্য বরাদ্ধকৃত যানবাহন তাদের স্ত্রী,ছেলে,মেয়ে ও বিভিন্ন আত্মীয়স্বজনদের ব্যবহারের জন্য দিয়ে দেন। সরকারী জ¦ালানী ও সরকারী দায়িত্ব পালন করতে আসা চালক তাদের দায়িত্ব কর্মকর্তাদের পরিবারের কাজে ব্যয় করছেন। অথচ মাসে সরকারী রাজকোষ থেকে বেতন নিচ্ছেন। সূত্রগুলো বলেছেন,গত ৫ আগষ্টের পর থেকে যশোরে যে সব দপ্তরে সরকারী কর্মকর্তাদের জন্য বরাদ্ধকৃত যানবাহন রয়েছেন সেগুলোতে কি পরিমান জ¦ালানী ব্যয় হয়েছেন উক্ত দপ্তরের পরিধি অনুযায়ী যানবাহন কত কিলোমিটার চলেছে। উক্ত দপ্তরের প্রয়োজনে যে পরিমান কিলোমিটার উল্লেখ পূর্বক জ¦ালানী তেল ব্যয় হয়েছে তা ওই দপ্তরের প্রয়োজনের জন্য কিনা? তাছাড়া,যশোর শহর ও বিভিন্ন উপজেলাগুলোতে চোখ রাখলে দেখা যায়,সরকারী দপ্তরের বিভিন্ন জীপগাড়ী,প্রাইভেট কার,মাইক্রোবাসে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের স্ত্রী,ছেলে,মেয়ে ও বিভিন্ন আত্মীয়স্বজন এদিকে ওদিক চলা ফেরা করছে। অথচ সরকারী তেল পুড়ছে চলাচল করছে কর্মকর্তাদের স্ত্রী,ছেলে মেয়ে ও আত্মীয়স্বজন। অধিকাংশ সময় দেখা যায়,যশোরের বিভিন্ন স্কুল,কলেজ গুলোতে ছুটির পূর্বে সরকারী দপ্তরের কর্মকর্তাদের যানবাহন কর্মকর্তাদের ছেলে মেয়েদের নেওয়ার জন্য সরকারি বেতনভূক্ত চালক দায়িত্ব পালন করছেন। বিকাল হলে দেখা যায় সরকারী যানবাহন অফিসের গ্যারেজে না থেকে শহরের বিভিন্ন সড়কে সরকারি জ¦ালানী পুড়ে কর্মকর্তাদের পরিবারের সদস্যদের কাজে নিয়োজিত। নাম প্রকাশ না করার শর্তে একটি অফিসের কর্মচারীরা জানান, তাদের অফিসের কর্মকর্তা তার ছেলেকে বিশ^বিদ্যালয় ভর্তি করতে যশোর থেকে গোপালগঞ্জ জেলায় যান। তিনি মাঝে মধ্যে যশোর থেকে মাগুরা জেলায় নিজ এলাকার বিভিন্ন অনুষ্ঠানে ও বাড়িতে ব্যক্তিগত কাজে যান। এমন খবর যশোরের অধিকাংশ সরকারী দপ্তরের কর্মকর্তাদের মধ্যে। এ ব্যাপারে অর্ন্তবর্তী কালীন সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেছেন যশোরের সচেতন নাগরিক সমাজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button