স্থানীয় সংবাদ

পাইকগাছা উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মিলনকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টারঃ পাইকগাছা উপজেলা শ্রমিকদলের প্রথম যুগ্ম আহবায়ক মসিয়ার রহমান মিলনকে (৩৪) হত্যার হুমকি দিয়েছে। এতে করে তিনিসহ তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, তিনি পাইকগাছা থানার গোপালপুর গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলাম সরদারের ছেলে। তিনি পাইকগাছা উপজেলা শ্রমিকদলের প্রথম যুগ্ম আহবায়ক। একই গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে ইকবল হোসেন (৪৫) হত্যা মামলার আসামী। সে অত্যন্ত দুর্দান্ত ও খারাপ প্রকৃতির লোক। বিবাদীর সাথে তার পূর্ব হতে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। বিবাদী তার এলাকায় বিভিন্ন মানুষের নিকট তার নামে মিথ্যা বিভ্রান্তিকর কথা বলছে। উক্ত ঘটনা জানার পরে ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার সময় গোপালপুর গ্রামস্থ সায়েদের মিলের সামনে বিবাদীকে দেখে বাদীর নামে মিথ্যা বিভ্রান্তিকর কথা বলার কারন জানতে চাইলে বিবাদী তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তিনি বিবাদীকে গালাগালি করতে নিষেধ করলে বিবাদী তার উপর ক্ষিপ্ত হয়ে দা লাঠি দিয়ে বাদীকে মারপিট করার জন্য উদ্যত হয়। তার ডাক চিৎকারে সাক্ষীগনসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদী বাদীকে মারপিটসহ খুন জখমের হুমকি প্রদান করে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাইকগাছা উপজেলা শ্রমিক দল নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button