জাতীয় সংবাদ

সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময় অব্যাহত

প্রবাহ রিপোর্ট : সংবিধান সংস্কার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে গত বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো কয়েকটি পেশাভিত্তিক সংগঠন এবং সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। পেশাভিত্তিক সংগঠনগুলোর প্রতিনিধি হিসেবে মতবিনিময়ে যোগ দেন– জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাংগঠনিক সম্পাদক ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথের (ডিপিপিএইচ) সহ-সভাপতি ডা. ফয়জুল হাকিম ও সদস্য ডা. মো. হারুন-রশিদ। গত বৃহস্পতিবার বিকালে মতবিনিময় সভায় সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন বিচারপতি মো. আবদুল মতিন, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, অধ্যাপক কে শামসুদ্দিন মাহমুদ এবং আইন কমিশনের উপদেষ্টা এ কে মোহাম্মদ হোসেন। মতবিনিময় সভাগুলোতে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুসতাইন বিল্লাহ অংশগ্রহণ করেন। আগামী আরও কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময় সভা অব্যাহত রাখবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার থেকে সংবিধান সংস্কার বিষয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে সংবিধান সংস্কার কমিশন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button