যশোরে প্রবাসির স্ত্রী সন্তানদেরকে মারপিট : থানায় মামলা
যশোর ব্যুরো ঃ গরু চুরি করতে বাঁধা দেয়ায় প্রবাসির স্ত্রী ও তার দুই ছেলেকে মারপিটে জখমের ঘটনায় কোতয়ালি থানায় ১৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০জনের নামে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার নরসিংহকাঠি গ্রামে। আসামিরা হলো,ওই গ্রামের মৃত গোলাম রসুলের দুই ছেলে রবিউল ইসলাম (৩২) ও রফিকুল ইসলাম (২৮),ঘোপ গ্রামের মৃত নজরুল ইসলামে ছেলে মেহেদী হাসান (২২), মৃত শাহাদৎ মোল্লার ছেলে আসলাম হোসেন (৪২),জিল্লুর রহমান (৩০), আকবর মোল্লার ছেলে ইকবাল হোসেন (২৭),আক্কাস মোল্লার ছেলে জুয়েল (২৬), সাত্তার মোল্লার ছেলে সোহেল মোল্লা (২৭), নরসিংহকাঠি গ্রামের মোহর আলীর দুই ছেলে আব্বাস মোল্লা (৩০) ও আহাদ আলী (২৫), সবুর মোল্লা (৫৫) ও তার ছেলে মুসা (২৮), মোহাম্মদ মিরাজের তিন ছেলে রজিবুল ইসলাম (২৮), রিয়াজুল ইসলাম (২২) এবং শান্ত (১৮)।
পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার কাজীকান্দা গ্রামের হালিমা বেগম (৪৮) এজাহারে উল্লেখ করেছেন, তার বোন জেসমিন নাহার (৪০), নরসিহংকাঠি গ্রামের তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে বসবাস করেন। তার স্বামী রাজু আহমেদ মালয়েশিয়া প্রবাসি। আসামিরা প্রায় সময় তার ওপর নির্যাতন করতে। এর আগেও তার বোনকে মারপিট করে বাড়ির জিনিসপত্র লুট করে নিয়েছে। গত ১২ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আসামিরা তার বাড়ির দুটি গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় জেসমিনের দুই ছেলে বাঁধা দিলে তাকে মারপিটে জখম করে। ঘটনার সময় জেসমিন এগিয়ে গেলে আসামিরা একযোগে তাকেও মারপিট করে। পড়নের কাপড় টেনে শ্লীলতাহানী ঘটনায়। বাঁধ দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। সে সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে জেসমিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা শুনে তিনি ওই গ্রামের যান এবং হাসপাতালে গিয়ে জেসমিনকে চিকিৎসাধীন অবস্থায় পান। পরে থানায় মামলা করেন।