স্থানীয় সংবাদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সন্ত্রাসী হামলায় আহত খুলনার সাংবাদিক ইকরামুল

স্টাফ রিপোর্টারঃ এক সপ্তাহেও কাউকে চিনতে পারছেন না সন্ত্রাসী হামলায় আহত প্রবীণ সাংবাদিক একরামুল কবির। মাথার খুলি আলাদা করে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পার হলেই সেটি পুন:স্থাপিত হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনেকটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি। সাংবাদিক ইকরামুল কবির আমার সংবাদের খুলনা প্রতিনিধি। এ ঘটনার পর থানায় মামলা হলে দু’জন গ্রেপ্তার হলেও প্রধান আসামী এখনও ধরা-ছোঁয়ার বাইরে। প্রবীণ ওই সাংবাদিককে নিয়ে তার পরিবারের সদস্যরাও উৎকণ্ঠায় দিন পার করছেন। পরিবারের সদস্যরা জানান, গত ১১ নভেম্বর নগরীর দৌলতপুরে নিজ বাড়িতে ওই সাংবাদিক হামলার শিকার হন। হামলার পর তিনি অজ্ঞান অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পরদিন ১২ নভেম্বর মঙ্গলবার রাতে আহত সাংবাদিকের স্ত্রী কেএমপির দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। হামলার সাথে জড়িত দু’জনকে পুলিশ গ্রেপ্তার করলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১১ নভেম্বর বেলা ১১টার দিকে দৌলতপুরের দেয়ানাস্থ নিজ বাড়িতে অবস্থানকালে কয়েকজন সংঘবদ্ধ দখলবাজ চক্র জমি দখলে যায়। এতে বাঁধা দিলে প্রথমে চলে গেলেও বেলা দুইটার দিকে ওই চক্রটি এসে ইকরামুল কবিরের ওপর হামলা চালায় । প্রথমে তাকে মোবাইলে রিং দিয়ে বাইরে ডাকলেও তিনি বের হওয়া মাত্রই হামলা চালানো হয়। এতে তার মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার্ড করা হলেও তাকে পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, সাংবাদিক ইকরামুল কবিরের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পরই এজাহার নামীয় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button