এবার চিরচেনা বয়রা গণগ্রন্থগার প্রাঙ্গণে হচ্ছে না বই মেলা

# নতুন স্থান বিভাগীয় কমিশনার চত্বর #
স্টাফ রিপোর্টারঃ যানজটের অজুহাতে চিরচেনা বয়রা বিভাগীয় গণগ্রন্থগার প্রাঙ্গণ রেখে নতুন স্থানে বই মেলার আয়োজন করা হচ্ছে। আগামী ২৬ নভেম্বর বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিনব্যাপী ‘খুলনা বিভাগীয় বইমেলা ২০২৪। সেই উপলক্ষ্যে ”খুলনা বিভাগীয় বইমেলা’২৪ এবং আমাদের করনীয়” শীর্ষক জরুরী মতবিনিময় সভা বৃহস্পতিবার বিভাগীয় সরকারি গণগ্রন্থগার বয়রার সেমিনার কক্ষ অনুষ্ঠিত হবে। সকল কবি-সাহিত্যিক-সংস্কৃতিজনকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক মনিরুজ্জামান মোড়ল বলেন, বিভাগীয় বই মেলা বিগত দিনে বয়রা গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হতো। বিভাগীয় বই মেলার পরপরই একুশে বই মেলা শুরু হয়। এই মেলার মধ্য দিয়ে গণগ্রন্থগার মাঠ প্রস্তুত হওয়া এবং পাঠক শ্রেনীর ¯্রােত এই দিকে ধাবিত হতো। সে ক্ষেত্রে একুশে বই মেলা শুরু করার ক্ষেত্রে আরো সহজ হতো। যানজট অজুহাত মাত্র। এতে করে দর্শক সমাগম কম হবে। অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন করার দাবি জানান তিনি। বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বলেন, “আমার বই মেলা সফল করতে প্রাথমিক পর্যায়ে একটি সভা করেছি। ওই সভায় পুলিশের পক্ষ থেকে যানজটের বিষয়টি সামনে আানা হয়। যানজট থেকে বাঁচতে মেলাটি বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে আনা হয়েছে। এ বছর যদি সারা না পাওয়া যায় তবে আগামী বছর বয়রা বিভাগীয় গণগ্রন্থগার প্রাঙ্গণে মেলা বসবে বলে তিনি জানান।”