বাগেরহাটের মোল্লাহাটে অপদ্রব্য পুশকরা ৩০০ কেজি গলধা চিংড়ী জব্দ
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অবৈধ উপায়ে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষে অপদ্রব্য(জেলি) পুশ ৩০০ কেজি গলধা চিংড়ী জব্দ করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে মোল্লাহাট উপজেলা প্রশাসন থানা পুলিশের সহযোগিতা নিয়ে বুধবার বিকেলে উপজেলার কুলিয়া বাজার সংলগ্ন বড়ঘাট এলাকার একটি মাছের আড়ৎ থেকে এ চিংড়ী মাছ জব্দ করে। এ সময় অসাধু মাছ ব্যবসায়ী বা আড়তে লোকজন পালিয়ে যায়। অভিযান পরিচালনাকারী মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী জানান, উপজেলার কুলিয়া বাজার সংলগ্ন বড়ঘাট এলাকায় একটি মাছের আড়তে ব্যবসায়ীরাা ওজন বৃদ্ধির লক্ষ্যে গলধা চিংড়ীতে জেলি পুশ করছে এমন খবর গোপনে পেয়ে বুধবার বিকেলে ওই আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি পরে জেলি পুশকৃত ৩০০কেজি গলদা চিংড়ী ও জেলি পুশ করা সরঞ্জাম উদ্ধার পুর্বক জব্দ করে প্রকাশ্য জন সম্মুখে ধ্বংস করে দেয়া হয়। এ অভিযানে মোল্লাহাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সার্বিক সহযোগিতা করেন।