জাতীয় সংবাদ

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রবাহ রিপোর্ট : রাজধানীর নিউ মার্কেট এলাকার পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুর ৩টার পর সংঘর্ষ শুরু হয়। এতে রাজধানীর সাইন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় মিরপুর রোডের বাসগুলো পান্থপথের দিক দিয়ে ঘুরে যায়। এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। হঠাৎ সংঘর্ষ শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জানা যায়, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ধানমন্ডি জোনের সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) রাজিব বলেন, বেলা তিনটার পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাংচুর করেছে শুনেছি। বর্তমান ৩২ থেকে সাইন্সল্যাবের দিকের সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে আমরা রাসেল হয়ে পান্থপথের রাস্তাটি ব্যবহারের জন্য খুলে দিয়েছি। এদিকে ংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে দুপক্ষই নিজেদের অবস্থান থেকে পিছু হটে। তবে ওই এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছিল। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button