ইসকন নিষিদ্ধের দাবিতে মণিরামপুরে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডসহ নৈরাজ্যের প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বুধবার যশোরের মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে পৌর শহরের দক্ষিণ মাথায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনিরামপুর উপজেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আশরাফ ইয়াছিন, যশোর জেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব তালহা বিন রশিদ, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, উপজেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইশতিয়াক ইবনে জামান, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শিবলি সাদিক নাঈম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তাকিম আল রাব্বি সাকিব, মাকসুদুল আলম রোহান প্রমুখ। বিক্ষোভ সভা শেষে মিছিল বের করা হয়।