যে কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন স্টোকস
স্পোর্টস ডেস্ক : ভারতে টেস্ট সিরিজের পর ওয়ার্কলোড সামলাতে আইপিএলের ২০২৪ সংস্করণ থেকে সরে দাঁড়িয়েছিলেন বেন স্টোকস। নতুন নিয়ম অনুযায়ী, যদি তিনি ২০২৫ সালের নিলামে নিজের নাম রেখেছিলেন। কিন্তু তারপর আবার সিদ্ধান্ত পরিবর্তন করেন, টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নেন। এর আগে আইপিএলে ফিল্ডিং করার সময় চোট পেয়ে লম্বা সময়ের জন্য ২২ গজ থেকে ছিটকে গিয়েছিলেন স্টোকস। যেখানে ক্রিকেটাররা আইপিএলে দল পাওয়ার জন্য মুখিয়ে থাকেন, সেখানে ঠিক স্রোতের বিপরীতে অবস্থান স্টোকসের। দল পেয়েও আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। টুর্নামেন্টটিতে না খেলা নিয়ে আগেও কথা বলেছেন। আবারো বললেন। নিজের শরীরের যতœ নেওয়ার জন্য, ফিট থাকার জন্য এবং যতদিন পারবেন ইংল্যান্ডের পক্ষে ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার জন্যই আইপিএল থেকে দূরে থাকছেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্টের আগে ক্রাইস্টচার্চে বিবিসি স্পোর্টসকে স্টোকস বলেন, ‘‘এখন অনেক ক্রিকেট সিরিজ আছে। আমি আমার ক্যারিয়ারের শেষ প্রান্তে আছি, এই সত্যের পিছনে কোনো লুকোচুরি নেই। আমি যতদিন সম্ভব খেলে যেতে চাই। আমার শরীরের যতœ নেওয়া এবং যতটা সম্ভব নিজের যতœ নেওয়া এর মূল চাবিকাঠি।’’ নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করেন তিনি, ‘‘এটা হচ্ছে ম্যাচকে প্রাধান্য দেওয়া। আমি সামনে কী পেয়েছি তা দেখার বিষয়ে এবং আমার ক্যারিয়ারকে যতটা সম্ভব দীর্ঘায়িত করতে সক্ষম হওয়ার জন্য সঠিক বলে মনে করি এমন সিদ্ধান্ত নেওয়া। আমি যতদিন পারি ইংল্যান্ডের এই জার্সি পরে খেলতে চাই।’’