বিয়ের পিঁড়িতে বসলেন চিত্রনায়িকা কেয়া
প্রবাহ বিনোদন : বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। দুই পরিবারের উপস্থিতিতে গত বৃহস্পতিবার বিয়ে করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। জানা গেছে, পাত্রের নাম মোস্তাক কিবরিয়া, পেশায় ব্যবসায়ী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে কেয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমাতে আমিন খানের সঙ্গে প্রথম যখন অভিনয় করেন তার বয়স ছিল মাত্র ১৪। এরপর টানা ডজন দুয়েক সিনেমাতে অভিনয় করেন। চলচ্চিত্রে কেয়া নায়ক মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো হিরোদের বিপরীতে এক সময় অভিনয় করেছেন। তবে ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে আন্তরালে চলে যান অভিনেত্রী। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়ার বেশ কয়েকটি সিনেমা।