স্থানীয় সংবাদ

খুবিতে বাঁধন খুলনা জোনের উদ্যোগে সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর খুলনা জোনের উদ্যোগে সাংগঠনিক কর্মশালা-২০২৪ শুক্রবার(২৯ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।
এ সময় তিনি বলেন, সমাজের অনেক মানুষ এখনও রক্ত দিতে ভয় পায়, তাদের মধ্যে অজানা ভীতি কাজ করে। বাঁধন এর মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের সেই ভীতি কাটাতে সক্ষম হয়েছে। রক্তদানের মতো মহৎ কাজে উদ্বুদ্ধ করে তারা সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ছাড়া ব্লাড গ্রুপিং, নানা ধরনের ক্যাম্পেইনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার কারণে বাঁধন একটা আস্থার সংগঠনে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, তরুণ বয়সে যা করা যায়, তা অন্য কোনো বয়সে কিংবা পেশায় থেকে করা যায় না। যার উদাহরণ হিসেবে আমরা জুলাই-আগস্ট বিপ্লবকে দেখতে পারি। তরুণদের ঐক্যবদ্ধ এক অভ্যুত্থানে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তারা দেখিয়েছে, তরুণদের কোনো কিছুতে দমিয়ে রাখা যায় না। বাঁধন এর কর্মীদের বেশিরভাগই তরুণ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বয়সের কারণে তারা অনেক কিছুই করতে পারে। তাই রক্ত দেওয়ার যে উপকারী দিক আছে, সেগুলো প্রচার-প্রচারণার মাধ্যমে স্বেচ্ছাসেবীদের সামনে আরও বেশি রক্ত সংগ্রহ এবং রক্তদানে উৎসাহী করার সুযোগ রয়েছে। উপ-উপাচার্য বাঁধনের দৃষ্টান্তমূলক কর্মকা-কে অনুসরণ করে সকলকে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। তিনি বলেন, মানুষের জরুরি ও সংকটময় মুহূর্তে এগিয়ে আসে বাঁধন। তাদের কাজ সকলের কাছে প্রশংসনীয়। রক্তদানের ক্ষেত্রে যেভাবে সাধারণ মানুষকে বিশেষ করে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করেন, তা সমাজের জন্য ইতিবাচক দিক। তিনি আরও বলেন, রক্ত ছাড়া কোনো পরিবর্তন আসে না। আমরা সম্প্রতি জুলাই বিপ্লব দেখেছি, তাও কিন্তু অনেক রক্তের মাধ্যমে অর্জিত হয়েছে। এই রক্তের ঋণ কখনও শোধ হওয়ার মতো নয়।
বাঁধন খুলনা জোনের সভাপতি মো. সাইফ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন বাঁধনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. শফিকুল ইসলাম ও কেন্দ্রীয় সভাপতি মো. শামীম গাজী। আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির খুলনা জোনের প্রতিনিধি আরিফুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের উপদেষ্টা ফিরোজা রুহানী। স্বাগত বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মো. আতিকুল ইসলাম। কর্মশালায় বাঁধন কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিসহ খুলনা জোনের ৬টি ইউনিট ও ১টি পরিবারের ১৩০ জন কর্মী অংশগ্রহণ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button