আন্তর্জাতিক

ছেলেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করলেন বাইডেন

হান্টার দুটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন

প্রবাহ ডেস্ক : ফৌজদারি অপরাধে দ-প্রাপ্ত ছেলে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হান্টার দুটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং শাস্তি ঘোষণার অপেক্ষায় ছিলেন। গত রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে বাইডেন বলেন, আমার ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এই মামলাগুলোকে ন্যায়বিচারের অপব্যবহার করা হয়েছে। এর আগে ছেলের বিচারকাজে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির। হান্টার বাইডেন এ বছরের শুরুতে মাদক সেবন ও অস্ত্রের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এছাড়াও কর ফাঁকির ঘটনাতেও তিনি দোষী সাব্যস্ত হন। তবে তার কারাদ- হয়নি। বাইডেন বারবারই বলে এসেছেন যে তিনি ছেলেকে ক্ষমা করবেন না। গতকাল মত বদলের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। বাইডেন বলেন, “যদিও আমি বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখি, কিন্তু রাজনীতি এই প্রক্রিয়াকে প্রভাবিত করেছে এবং তা ন্যায়বিচারের ব্যর্থতা ঘটিয়েছে। তাই যখন আমি এই সিদ্ধান্ত নিয়েছি, তখন আর দেরি করার কোনো যুক্তি ছিল না। আমি আশা করি আমেরিকানরা বুঝতে পারবেন কেন একজন পিতা এবং একজন প্রেসিডেন্ট এই সিদ্ধান্তে পৌঁছান।” এর আগে তিনি বলেছিলেন, তিনি বিচার বিভাগের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না। ছেলেকে উদ্দেশ্যমূলক ও অন্যায়ভাবে বিচারের মুখোমুখি হতে দেখেও তিনি প্রতিশ্রুতি থেকে সরে আসেননি বলে জানিয়েছেন। কংগ্রেসে বিরোধী দলের উসকানিতে ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করেন বাইডেন। নির্বাচনে বাইডেনের বিরোধিতা করতেই বিরোধী দলগুলো এমন উসকানি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button