ইসকন নিষিদ্ধ ও হাসিনার সম্পদ বাজেয়াপ্তের দাবিতে খুলনায় ছাত্র-জনতার সমাবেশ
স্টাফ রিপোর্টার ঃ ইসকন নিষিদ্ধ ও শেখ হাসিনা এবং তার সহযোগিদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে খুলনার শিববাড়িমোড়ে এ কর্মসূচী পালন করে ছাত্ররা। এ সময় বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা সাজিদুল ইসলাম বাপ্পী, ইব্রাহীম খলিল, নাজমুল হাসান, সোয়াত মাহমুদ, খালিদ হোসেন, ইমতিয়াজ কায়সার, সাবেক বিএনপি নেতা আরিফুর রহমান মিঠু প্রমূখ। বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার স্বজন শেখ সোহেল জুয়েল খুলনাকে খুবলে খেয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সুবিধা গ্রহণ করেছে। অবিলম্বে এদের করা সম্পদ বাঝেযাপ্ত করা হয়। বুধবারে বাস পরিবহন শ্রমিকরা ছাত্রদের ওপর যে হামলা চালিয়েছে সেই হামলার ইন্দন রয়েছে শেখ বাড়ির। শেখ বাড়ির সহযোগিরা এ হামলার সাথে জড়িত। অবিলম্বে এদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।