খেলাধুলা

অনুষ্ঠিত হলো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ড্র

স্পোর্টস ডেস্ক : আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ-২০২৫। গত বৃহস্পতিবার রাতে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটি ‘জি’ গ্রুপে পেয়েছে জুভেন্টাস, ওয়েইদাদ কাসাব্লাঙ্কা ও আল আইনকে। লিওনেল মেসির ইন্টার মায়ামি পড়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ আল আহলি, পোর্তো ও পালমেইরাস। ইউরোপ সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ রয়েছে ‘এইচ’ গ্রুপে। সেখানে তারা পেয়েছে আল হিলাল, পাচুকা ও সালজবার্গকে। জার্মানির সেরা দল বায়ার্ন মিউনিখ আছে ‘সি’ গ্রুপে। তাদের সঙ্গে একই গ্রুপে আছে অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স ও বেনফিকা। জার্মানির আরেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ‘এফ’ গ্রুপে পেয়েছে ফ্লুমিনেন্স, উলসান ও মামেলোডি সানডনসকে। ফ্রান্সের সেরা ক্লাব প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) আছে ‘বি’ গ্রুপে অ্যাটলেটিকো মাদ্রিদ, মোটাফোগো ও সিয়াটলের সঙ্গে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি আছে ‘ডি’ গ্রুপে। তাদের সঙ্গে আছে ফ্ল্যামেঙ্গো, ইএস তিউনিস ও লিওন। ইতালির ক্লাব ইন্টার মিলান ‘ই’ গ্রুপে পড়েছে রিভার প্লেট, উরাওয়া ও মন্টেরের সঙ্গে। বিশ্বের ৩২টি সেরা ক্লাব নিয়ে আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত আমেরিকার ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। ৮টি গ্রুপ থেকে ১৬টি দল যাবে নকআউট পর্বে। এরপর আটটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে চারটি দল খেলবে সেমিফাইনাল। দুটি দল খেলবে ফাইনাল। ৩২টি দলের মধ্যে ১২টি এসেছে ইউরোপ থেকে। ৬টি দল এসেছে দক্ষিণ আমেরিকা থেকে। এর বাইরে এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকা থেকে ৪টি করে দল সুযোগ পেয়েছে। আমেরিকা আয়োজক হওয়ায় ইন্টার মায়ামি পঞ্চম দল হিসেবে সুযোগ পেয়েছে। ওশেনিয়া থেকে সুযোগ পেয়েছে একটি দল।
ক্লাব বিশ্বকাপের ড্র:
গ্রুপ ‘এ’: পালমেইরাস, পোর্তো, আল আহলি ও ইন্টার মায়ামি।
গ্রুপ ‘বি’: প্যারিস সেন্ত জার্মেই, অ্যাটলেটিকো মাদ্রিদ, বোটাফোগো ও সিয়াটেল।
গ্রুপ ‘সি’: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স ও বেনফিকা।
গ্রুপ ‘ডি’: ফ্ল্যামেঙ্গো, ইএস তিউনিস, চেলসি ও লিওন।
গ্রুপ ‘ই’: রিভার প্লেট, উরাওয়া, মন্টেরে ও ইন্টার মিলান।
গ্রুপ ‘এফ’: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান ও মামেলোডি সানডাউনস।
গ্রুপ ‘জি’: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন ও জুভেন্টাস।
গ্রুপ ‘এইচ’: রিয়াল মাদ্রিদ, আল-হিলাল, পাচুকা ও সালজবার্গ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button