রোটারী খুলনা আই কেয়ার সেন্টার কর্তৃক আয়োজিত ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ রোটারী ক্লাব অব খুলনার পারমানেন্ট প্রজেক্ট, রোটারী খুলনা আই কেয়ার সেন্টার (রোটারী চক্ষু হসপিটাল) কর্তৃক আয়োজিত ফ্রি আই ক্যাম্প ১২ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খুলনা নিউজপ্রিন্ট মিলস্ স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব খুলনার প্রেসিডেন্ট শেখ রেজাউল করিম রেজা, ক্লাব সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান, চক্ষু হসপিটালের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের পিন্টু, ভাইস চেয়ারম্যান সর্দার হাসিবুর রহমান, হসপিটালের সেক্রেটারী এস ওয়াহিদুর রহমান বাবু, কন্টাক পারসন ইঞ্জিঃ শেখ ওয়াহিদুজ্জামান, রোটারিয়ান পি পি তাওহীদুল ইসলাম, পি.পি আবু হানিফ, পি.পি হাফিজুল হক, আফ্রিদুল ইসলাম বাবু। প্রেসিডেন্ট ইলেক্ট ইঞ্জিঃ আব্দুস সালাম কচি, ডাঃ নাসির উদ্দিন বাপ্পি, ডাঃ রাব্বি। অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাম্প চেয়ারম্যান রোটারিয়ান সৈয়দ আমিন আল আনাস। আরও উপস্থিত ছিলেন, স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ। এসময় প্রায় ১৫০ জন ফ্রি চক্ষু রোগীর সেবা দেওয়া হয়।