আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ প্রধান

প্রবাহ ডেস্ক : জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তার সাম্প্রতিক ব্যাপক লঙ্ঘনে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুজারিকের বিবৃতির বরাতে গতকাল শুক্রবার সংবাদমাধ্যম এএফপি জানায়, গুতেরেস সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তার সাম্প্রতিক ব্যাপক লঙ্ঘন, বিশেষ করে দেশটির বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলার জন্য গভীরভাবে উদ্বিগ্ন। স্টিফেন দুজারিক বিবৃতিতে বলেন, গত বৃহস্পতিবার আন্তোনিও গুতেরেস সিরিয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি ইসলামিক গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার বিভিন্ন অংশে তীব্র হামলা চালায়। এতে বাশার আল-আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের অবসান ঘটে। এরপর বাশার আল-আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান এবং সেখানেই আশ্রয় নেন। সাধারণ জনতা উল্লাস করে সারা সিরিয়া থেকে হাফিজ আল-আসাদ ও তার ছেলে বাশার আল-আসাদের সব ভাস্কর্য ও পোস্টার নামিয়ে ফেলেছে। ২০১১ সালে বাশার আল-আসাদ নৃশংসভাবে একটি শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থি অভ্যুত্থান দমন করেন। ফলে সিরিয়ায় একটি বিধ্বংসী গৃহযুদ্ধ শুরু হয়, যাতে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে ও এক কোটি ২০ লাখ মানুষ তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। হাফিজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সালে তার মৃত্যু পর্যন্ত কঠোর হাতে সিরিয়া শাসন করেন, এরপর শাসনক্ষমতা তার ছেলে বাশারের হাতে আসে। হাফিজ আল-আসাদ শিয়া মুসলমানদের একটি শাখা ও সিরিয়ার একটি ধর্মীয় সংখ্যালঘু আলাওতি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। তাদের প্রধান নিবাস ভূমধ্যসাগরের উপকূলে ও তুরস্কের সীমান্তবর্তী লাতাকিয়া প্রদেশে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button