আন্তর্জাতিক

যুদ্ধের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের সতর্কতা

প্রবাহ ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে অংশগ্রহণ করে অভিজ্ঞতা সঞ্চয় করছে উত্তর কোরিয়া। ফলে, ভবিষ্যতে প্রতিবেশীদের জন্য পিয়ংইয়ং হুমকির কারণ হয়ে উঠতে পারে বলে গত বুধবার সতর্ক করেছে মার্কিন প্রশাসন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নিরাপত্তা পরিষদের সভায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-প্রতিনিধি ডরোথি ক্যামিল শেয়া বলেছেন, রাশিয়াতে ১২ হাজারের অধিক উত্তর কোরীয় সেনা অবস্থান করছেন। দেশটির কুরস্ক অঞ্চলে গতমাস থেকে তারা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করছেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক দৃঢ় করছে রাশিয়া তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি রুশ সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি পাচ্ছে উত্তর কোরিয়া। ফলে, পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তাদের শেয়া আরও বলেছেন, এই নব লদ্ধ দক্ষতা ব্যবহার করে অস্ত্র বিক্রি ও বিশ্বব্যাপী সামরিক প্রশিক্ষণ প্রদানের চুক্তি নিতে পারে পিয়ংইয়ং সোমবার নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তার প্রতিক্রিয়াতেই এই বৈঠক ডাকা হয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম সং বলেছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বৃদ্ধির জন্য এসব ক্ষেপণাস্ত্র প্রয়োজন। তার দেশের অস্ত্রভা-ার নিয়ে পশ্চিমাদের দ্বিচারিতাকেও কঠোর ভাষায় সমালোচনা করেছেন তিনি কিম সং বলেছেন, ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। অথচ তাদের আত্মরক্ষার অধিকার আছে বলে সামরিক সহায়তা দিতে মার্কিন প্রশাসন বরাবরই উদার। অথচ উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র পরীক্ষা চালালেও সবার মাথাব্যথা শুরু হয়ে যায় ২০০৬ সাল থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ার ওপর। এগুলো ধীরে ধীরে শক্তিশালী করা হয়েছে। লক্ষ্য ছিল পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিকাশ বন্ধ করা। তবে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে উত্তর কোরিয়ার মিত্র রাশিয়ার ভেটো ক্ষমতা থাকায় বাড়তি কোনও পদক্ষেপ নেওয়া যথেষ্ট কঠিনই হবে

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button