কেসিসি নিয়ন্ত্রিত বড় বাজার কাচারি ঘাট বেদখল

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রিত বড় বাজার কাচারি ঘাট দখলে নিয়েছে বিআইডব্লিউটিএ। গত ৭ জানুয়ারী ঠিকাদার এ ঘাটটি দখলে নেয়। তবে কেসিসি বলছে, বিআইডব্লিউটিএ আইনগতভাবে এ ঘাট নিজেদের দাবি করতে পারে না। দীর্ঘ কয়েক বছর ধরে কেসিসি এ ঘাট তাদের দখলে ছিল। হঠাৎ করে বিআইডব্লিউটিএ এ ঘাটের টেন্ডার দিয়ে তার ঠিকাদারকে কোটেশন দেয়। সে মতে, ঠিকাদার ঘাট দখলে নেয়। তবে বিআইডব্লিউটিএ-এর খুলনার উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান, গত ৩১ বছর ধরে এ ঘাটসহ খুলনার পাঁচটি ঘাটের মালিকানা নিয়ে আদালতে মামলা চলছিল। গত ৩ ডিসেম্বর’২৪ আদালত তাদের পক্ষে রায় দেয়। এরপর কর্তৃপক্ষ ঘাটগুলো দরপত্র আহবান করেন। সে মতে, খুলনার পাঁচটি ঘাটই দরপত্র আহবান করা হয়। কাচারিঘাটটি ঠিকাদারকে এক মাসের জন্য টেন্ডার দেয়া হয়। সে মতে, গত ৬ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত এ ঘাটের টেন্ডার দেয়া হয়েছে। আইনীজটিলতা দুর হলে এসব ঘাট স্থায়ী টেন্ডার দেয়া হবে। মামলা বিচারাধিন ছিল বলে কেসিসি এত দিন ভোগ দখল করছে। মামলায় তাদের পক্ষে রায় দিয়েছে তাই তারা এখন থেকে ঘাটের মালিক বলে তিনি দাবি করেন। কেসিসি এষ্টেট অফিসার গাজী সালাউদ্দীন বলেন, আদালত রায় দিয়েছে স্থিতি অবস্থায় থাকার জন্য। কেসিসি দীর্ঘ কয়েক বছর ঘাট তাদের দখলে রেখে খাস আদায় করে। কেসিসির প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন, ঘাট দখলের অভিযোগ শুনেছি। কাগজপত্র দেখার পর বলতে পারবো কারা সঠিক। তবে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।