কুয়েটের ভর্তি পরীক্ষা আগামীকাল ১১ প্রতিষ্ঠানে পরীক্ষা দিবে ২৪৫২৭ শিক্ষার্থী

# প্রতি আসনের জন্য লড়বে ২৩ শিক্ষার্থী #
# সুষ্ট ও শান্তিপুর্ণভাবে পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল ১১ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। তিনটি অনুষদের ১৬টি বিভাগের ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২৪ হাজার ৫২৭ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২৩ জন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা আগের যে কোনো বছরের চেয়ে অনেক বেশি হওয়ায় কুয়েট ক্যাম্পাসসহ খুলনার মধ্যে মোট ১১টি ভেন্যুর ৪৪৭টি কক্ষে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে । সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ করা যাবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ; ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠিত। এবারের ভর্তি পরীক্ষায় ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচি অনুযায়ী গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বর ও ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এমসিকিউয়ের পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ১০০ নম্বরসহ মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। এক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে ১৫টি ও ইংরেজি বিষয়ে ১০টি প্রশ্ন থাকবে। ‘খ’ গ্রুপের জন্য এগুলোর পাশাপাশি মুক্তহস্ত অঙ্কনের জন্য ৪টি অতিরিক্ত প্রশ্ন থাকবে। যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয় ৩০ ডিসেম্বর। পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ করা হবে ২৬ জানুয়ারি। এবার কুয়েটের পাশাপাশি ভর্তি পরীক্ষা হবে খুলনার ১১টি প্রতিষ্ঠানে। কুয়েট কেন্দ্রের রোল নং ৫০০০১ থেকে ৫৭১৪৪ রোল পর্যন্ত, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে- ৫৭১৪৫ থেকে ৬২০৮৪, গল্লামারীর রেভা পলস হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে- ৬২০৮৫ থেকে ৬৩৮৪৩ পর্যন্ত, মুজগুন্নির বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে-৬৩৮৪৪ থেকে ৬৬৩৪৩ পর্যন্ত, খালিশপুরের সরকারি হাজি মুহাম্মদ মহসীন কলেজ কেন্দ্রে-৬৬৩৪৪ থেকে ৬৮৮৪৩ রোল পর্যন্ত, বয়রার খুলনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৬৮৮৪৪ থেকে ৭০৮৪৩ পর্যন্ত, খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৭০৮৪৪ থেকে ৭২১৪৩ পর্যন্ত, সাউথ সেন্ট্রাল রোডের সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ কেন্দ্রে- ৭২১৪৪ রোল থেকে ৭৩০৪৩ পর্যন্ত, খানজাহান আলী রোডের সরকারি এমএম সিটি কলেজ কেন্দ্রে- ৭৩০৪৪ থেকে ৭৩৮৯৫ পর্যন্ত এবং সরকারি সুন্দরবন আদর্শ কলেজ কেন্দ্রে- ৭৩৮৯৬ থেকে ৭৪৫২৭ রোল পর্যন্ত পরীক্ষার্থ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে আসন সংখ্যা ১২০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে আসন সংখ্যা ১২০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে আসন সংখ্যা ১২০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০, তাছাড়া লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০, আরবান অ্যান্ড রিজিয়নাল প¬্যানিং (ইউআরপি) বিভাগে ৬০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জনকে ভর্তি নেওয়া হবে। আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জনকে ভর্তি করা হবে। সংরক্ষিত (ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) পাঁচটি আসনসহ তিনটি অনুষদের ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্স ভর্তি কমিটির সভাপতি এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ২৬ জানুয়ারি। সেশনজট নিরসনের জন্য দেশের মধ্যে সবার আগে কুয়েটের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে খুলনায় প্রায় এক লাখ অতিরিক্ত মানুষের আগমন ঘটতে পারে। তাদের সার্বিক সহযোগিতার জন্য খুলনাবাসীর কাছে অনুরোধ জানান।