স্থানীয় সংবাদ

সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিবের নিকট খুলনার কবি সাহিত্যিকদের এক গুচ্ছ দাবিনামা পেশ

স্টাফ রিপোর্টার ঃ শনিবার সকাল ১০টায় বিভাগীয় গণগ্রস্থাগার খুলনার সম্মেলন কক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মফিদুল ইসলামের সাথে কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবি, সাংবাদিক, পাঠক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মধ্যে থেকে নি¤েœাক্ত বিষয়গুলি প্রস্তাব আকারে উঠে আসে। প্রস্তাবগুলো হলো, একুশে বইমেলা খুলনার প্রতিষ্ঠাতা প্রয়াত হারুন-অর-রশিদের নামে একটি স্থায়ী মঞ্চ প্রস্তুত,‘একুশে বইমেলা, খুলনা’ বিভাগীয় গণগ্রন্থাগার, খুলনা প্রাঙ্গণেই হবে প্রতি বছর” এই মর্মে সংস্কৃতি মন্ত্রনালয়ের নির্দেশনা, লাইব্রেরিতে শৌচাগারের ব্যবস্থা করা, লাইব্রেরিতে নবনির্মিত ক্যান্টিনটি চালু করা এবং দুপুরে সেখানে বসে লাইব্রেরিতে দিনব্যপী পাঠরত শিক্ষার্থীদের খাওয়ার ব্যবস্থা রাখা, পাঠকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা, লাইব্রেরির প্রবশমুখে নর্দমা ভরাটসহ মূল ভবনের অবকাঠামোগত উন্নয়ন, কুইজ, বিতর্ক, বিভিন্ন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজনের মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী করা, কবি-সাহিত্যিক বুদ্ধিজীবিদের নিয়ে পাঠচক্র, সেমিনার ইত্যাদির ব্যবস্থা করা, চাকুরি প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট বইয়ের ব্যবস্থা করা, খুলনার লেখকদের বই প্রকাশনা ও প্রদর্শনীর ব্যবস্থা ও আর্কাইভ প্রতিষ্ঠা। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় গণ গ্রন্থগারের উপ পরিচালক হামিদুর রহমান, সাইফুল ইসলাম মল্লিক, মনিরুজ্জামান মোড়লসহ আরো অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button